অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
যে ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার কথা, সেই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে যে তিনি খুশি হবেন না, এটাই স্বাভাবিক। তবে ফলে না হলেও দলের পারফরম্যান্সে খুশি এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
শুক্রবার ফতোরদা স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে ১-১ ড্রয়ের পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাবাস বলেন, “আমাদের আক্রমণ ভালই হয়েছে। আমরা এই ম্যাচে ভাল ফুটবলও খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি। অবশ্য একটার বেশি গোল করতে পারিনি। কিন্তু গোল খেয়ে গেলাম একটা বোকামির জন্য। ম্যাচটা আমরা প্রায় ছুঁড়ে দিয়ে চলে এলাম। এই স্বভাব ঠিক করতে হবে। চ্যাম্পিয়নশিপের ভালো ম্যাচ গুলোতে কিন্তু অসুবিধা হবে।“
আরও পড়ুনঃ ভারতকে মাঠে উচিত জবাব দেবঃ কামিন্স
তিরির অনুপস্থিতির কথা জিজ্ঞেস করায় তাঁর সম্পর্কে স্পষ্ট করে কিছু না বললেও স্প্যানিশ কোচ বলেন, “আমাদের চোট-সমস্যা তো লেগেই আছে। বিদেশি খেলোয়াড়দের চোট বেশি ভাবাচ্ছে। এত কাছাকাছি ম্যাচ যে, সবাই ঠিকমতো রিকভার করতে পারছে না। তা সত্ত্বেও আজ দল ভাল খেলেছে। যেমন জাভির অভাব বোধ করছি। আরও প্রায় দশদিন ওকে হয়তো পাওয়া যাবে না। ওর পেশীর সমস্যা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ভুলগুলো সামলাতে হবে।“
আরও পড়ুনঃ লকডাউন ছিল অত্যাচার বলছেন শাস্ত্রী
নিজেদের দল নিয়ে হাবাস আরও বলেন, “আমাদের রক্ষণ ও আক্রমণের মধ্যে ব্যালান্স সব সসময় ঠিক থাকছে না। এই বিষয়ে নিজেদের আরও তৈরি করতে হবে। এর পরে আমাদের ম্যাচ এফসি গোয়া। ওরা খুবই ভাল দল। সে জন্য আমাদের আরও ভাল প্রস্তুতি দরকার।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584