ICWA, IMA সহ মোট ৩টি টুইটার হ্যান্ডল হ্যাকের পরে এলন মাস্কের নামে নাম রাখলো হ্যাকাররা

0
63

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

তথ্যপ্রযুক্তির যুগে হ্যাকিং কোন নতুন ঘটনা নয় তবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে তার নাম পাল্টে দেওয়ার ঘটনা বড় একটা শোনা যায়না। কিন্তু এমনটাই ঘটলো ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এবং মান দেশি মহিলা ব্যাঙ্ক -এর মত গুরুত্বপূর্ণ সংস্থাগুলির টুইটার হ্যান্ডলের ক্ষেত্রে। ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের টুইটার হ্যান্ডলের নামও পরিবর্তন করে দেয় হ্যাকাররা। আইসিডব্লিউএ এবং আইএমএ-এর টুইটার হ্যান্ডল দু’টির নাম পরিবর্তন করে হ্যাকাররা সেদুটির নাম রাখে এলন মাস্কের নামে।

System hacked
প্রতীকী চিত্র

উল্লেখযোগ্য বিষয় হল, আইসিডব্লিউএ, জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং পদাধিকারবলে এই প্রতিষ্ঠানের ক্ষমতায় রয়েছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। জানা গিয়েছে আইসিডব্লিউএ-এর টুইটার হ্যান্ডলটি পুনরুদ্ধার করা গেলেও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এবং মান দেশি মহিলা ব্যাঙ্কের টুইটার হ্যান্ডল দুটি এখনও হ্যাকারদের দখলেই রয়ে গিয়েছে। উল্লেখ্য, বিগত বছরের ১২ ডিসেম্বর কিছু সময়ের জন্য হ্যাক হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার হ্যান্ডলও। এমনকি সেখান থেকে ক্রিপ্টোকারেন্সি বিষয়ক কয়েকটি বিতর্কিত পোস্টও করে হ্যাকাররা। পরে হ্যাকারদের থেকে অ্যাকাউন্ট উদ্ধারের পরে পোস্টগুলি মুছে দেওয়া হয়।

আরও পড়ুনঃ দিল্লি ও মুম্বাই থেকে আসা বিমান অবতরণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা, লাগু ৫ জানুয়ারি থেকে

এই তিনটি টুইটার হ্যান্ডল হ্যাক হওয়ার ঘটনায় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নিরাপত্তা বিভাগ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। সূত্র মারফত জানা গিয়েছে, তদন্তকারীদের অনুমান হ্যাকার পাসওয়ার্ড জেনে যাওয়ার ফলে অথবা যাঁরা এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করেন, তাঁরা একটি ভুল লিঙ্কে ক্লিক করার ফলেই অ্যাকাউন্টগুলি হ্যাক করা গিয়েছে।

আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন, কারণ এখনও অজ্ঞাত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here