নিজস্ব সংবাদদাতা,ভাঙ্গরঃ
মাত্র কয়েক ঘন্টার ব্যবধান।বেসরকারি টিভি চ্যানেলে মুখ্যমন্ত্রী ঘোষনা করলেন তার কিছুক্ষণ পরেই বাড়ির পিছনের মাঠ থেকে গ্রেপ্তার হলেন আরাবুল ইসলাম।
সূত্র থেকে জানা গেছে যে,মোবাইলে টাওয়ার লোকেশানের সূত্র ধরেই আরাবুলকে জালে গুটিয়ে আনে পুলিশ।
ঘটনার সূত্রপাত,মাছিডায়া গ্রামে নির্দল প্রার্থীর প্রচারের সময় আরাবুল হাফিজুল ইসলামকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ ।এই হত্যা কান্ডের পর তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি।এর পূর্বেও আরাবুল গ্রেপ্তার হয়ে দল থেকে সাসপেন্ড হয়ে আবার ফিরে এসেছে নতুন উদ্যোমে।শুধু তাই নয় ভাঙ্গর পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন দমন করতে আরাবুল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করে।কিন্তু সে সময় প্রসাশন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে দলও থেকেছে নিশ্চুপ।তাই আজ আরাবুলের এই গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক মহলে উঠেছে গুঞ্জন কেউ কেউ বলছেন মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোল করতেই নির্দেশ দিয়েই গ্রেপ্তার করল।আবার একাংশের মতে গ্রেপ্তার ছাড়া উপায় ছিল না প্রসাশনের।এখন দেখার যে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ।
ভাঙ্গরে নিহত হাফিজুলের মৃতদেহ নিয়ে মিছিল এলাকা পরিক্রমা করছে যে মিছিলে পথে নেমেছে আপামর গ্রামবাসী।তাদের দাবী আরাবুল বাহিনীকে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।
সংবাদ চিত্র ও ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584