বিধ্বংসী টাইফুনে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া, জাপান

0
52

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

টাইফুন হাইশেনে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া ও জাপান। অতি শক্তিশালী টাইফুন হাইশেনে প্রবল ক্ষতিগ্রস্ত দক্ষিণ কোরিয়া। অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে, বিভিন্ন রাস্তা জলমগ্ন, বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন।

Typhoon Haishen | newsfront.co
বিধ্বস্ত। সংবাদ চিত্র

প্রথমে জাপানের দক্ষিণ অংশে তারপর দক্ষিণ কোরিয়াতে সরে যায় বিধ্বংসী এই টাইফুন, নাম হাইশেন। হাওয়ার গতিবেগ প্রথমে ছিল ১৪৪ কিলোমিটার প্রতি ঘন্টায় তারপর ১০৮ কি.মি প্রতি ঘন্টায়। জাপানের ফায়ার এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্তারা জানিয়েছেন অন্তত ৩৮ জন মানুষ আহত তার মধ্যে ৫ জনের আঘাত গুরুতর।

আরও পড়ুনঃ ১৯২৬ সালের রেকর্ড ভাঙল আগষ্টের বৃষ্টিপাত

দক্ষিণ কোরিয়ার সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে, বুলেট ট্রেন বন্ধ। মাছ ধরার নৌকো ও যাত্রীবাহী সব ফেরি চলাচল নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত ১৬০০ বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে, আশঙ্কা রয়েছে ধ্বস নামার।

আরও পড়ুনঃ নির্বাচনের দাবিতে বিক্ষোভ হংকং-এ

জাপানে ধ্বসে চারজন নিখোঁজ, পঞ্চম জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা গেছে। কিছু জায়গায় বিদ্যুৎ ফিরিয়ে আনা গেলেও প্রায় ৩,৪০,০০০ বাড়ি এখনো বিদ্যুৎহীন। ডিজাস্টার ম্যানেজমেন্ট দল এখনো ৪ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here