শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা ভাইরাসের কারণে এবার ভারতবর্ষ থেকে মক্কায় হজে যাওয়ার সম্ভাবনা ততদিন যাচ্ছে,তত কমে আসছে। এমতাবস্থায় অনিচ্ছুক হজযাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেবে সরকার। কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
কেন্দ্রীয় হজ কমিটির ঐ বিজ্ঞপ্তি অনুযায়ী সৌদি আরব সরকারের তরফ থেকে হজের ব্যপারে কোনো সদর্থক ইঙ্গিত না পেয়ে না পেয়ে, হজ হবে কি না এবিষয়ে আবেদকারীদের প্রশ্নের উত্তর দিতে পারছেনা হজ কমিটি।অন্যদিকে করোনা পরিস্থিতিতে হজে যেতে চাইছেন না অনেকে।তাই যারা টাকা ফেরত নিতে ইচ্ছুক তাদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ মহকুমাস্তরেও করোনা চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধির উদ্যোগ
যে সকল হাজীগন হজে যাওয়ার উদ্দেশ্যে টাকা জমা দিয়েছিলেন, আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হলে হজে যাওয়ার জন্য টাকা জমা রাখতে পারেন, নতুবা ক্যানসেল ফর্ম দেওয়া আছে ফিলাপ করতে পারেন। প্রতিবছর ভারতবর্ষ থেকে লক্ষাধিক মানুষ মক্কায় পবিত্র হজ করতে যান।
এ বছর বাংলা থেকে প্রায় আট হাজার লোক হজে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। প্রথম ও দ্বিতীয় দফায় টাকাও দিয়েছেন। হজ কমিটির এক সদস্য জানান,কেন্দ্র থেকে রাজ্যকে যা বলা হয়েছে তাতে এবার হজ যাত্রা হবে না। যারা টাকা ফেরত নিতে চান তারা ফিরে পাবেন আর যারা আগামী বছরের হজের জন্য টাকা রেখে দিতে চান তারা রাখতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584