নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভয়াবহ করোনা পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন রাজ্যের হজ হাউসগুলি অস্থায়ী করোনা হাসপাতাল হিসেবে ব্যবহারের বার্তা কেন্দ্রের। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফে সোমবার একথা জানানো হয়েছে।

কেন্দ্রীয় হজ কমিটির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নখভি কেন্দ্রীয় ও রাজ্য স্তরের হজ হাউসগুলিকে অস্থায়ী ‘কোভিড কেয়ার সেন্টার’ তৈরি করার প্রস্তাব আলোচনা করতে চেয়েছেন।
সোমবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। হাসপাতালে শয্যা সংকুলান, এই পরিস্থিতিতে নিরিবিলি এলাকায় অবস্থিত হজ হাউজগুলিকে অস্থায়ী হাসপাতাল ব্যবহার করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুনঃ দিল্লিতে ভয়াবহ পরিস্থিতি! শ্মশানে মৃতদেহ পোড়ানোর জায়গা নেই, জায়গা নেই কবরেও
উল্লেখ্য, গত বছর কোভিড পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের হজ হাউসগুলিকে ‘কোয়রান্টিন সেন্টার’ হিসেবে ব্যবহার করা হয়েছিল। তার মধ্যে নিউ টাউনের হজ হাউস কোয়রান্টিন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584