নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
হজ কমিটির প্রধান মকসুদ আহমেদ খান বৃহস্পতিবার ঘোষণা করেছেন কোন ভারতীয় মুসলিম বার্ষিক হজ যাত্রার অনুমতি পাবেন না যদি না তাঁদের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে থাকে।সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক এবং জেড্ডার ভারতীয় দূতাবাসের নতুন নির্দেশিকা অনুযায়ী এই সিদ্ধান্ত ভারতীয় হজ কমিটির, এমনটাই জানান তিনি।
পাশাপাশি তাঁর পরামর্শ, যাঁরা ২০২১ হজ যাত্রার জন্য আবেদন করেছেন তাঁরা যেন ব্যক্তিগত উদ্যোগে এখনই টিকার প্রথম ডোজ নিয়ে নেন যাতে হজ যাত্রার আগেই তাঁদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়া সম্পন্ন হয়ে যায়। ভারতীয় হজ কমিটির প্রধান একই সঙ্গে একথাও স্পষ্ট করেছেন যে, এ যাবৎ সৌদি আরবের হজ কর্তৃপক্ষের সাথে হজ যাত্রার বিষয়ে তাঁদের কোন সরাসরি কথা হয়নি, গোটা বিষয়টাই নির্ভর করছে সৌদি আরব হজ কর্তৃপক্ষের অনুমোদনের ওপর।
আরও পড়ুনঃ করোনার প্রভাবে পেট্রাপোলের কুলিদের রোজগারে ভাঁটা
মাকসুদ আহমেদ খান বলেন, ” যেকোন ধার্মিক মুসলিমের জীবনে হজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মাচরণ। হজ-২০২১ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। সেক্ষেত্রে জুনের মাঝামাঝি থেকেই হজের বিশেষ বিমানগুলির উড়ান শুরু হবে। গত বছর ও করোনা সংক্রমণ ওই সময়ে ভয়াবহ আকার ধারণ করে এবং বাতিল করা হয় হজ।
এই বছরেও একই সময়ে দেশে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে, এবং আরো ভয়াবহ আকার নিচ্ছে তা। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত বিষয়টি কি দাঁড়াবে তা এখনই নিশ্চিত করে বলা আমাদের পক্ষে সম্ভব নয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584