মনিরুল হক, কোচবিহারঃ
তুফানগঞ্জের মহাশ্মশানে মৃতদেহ অর্ধদগ্ধ অবস্থায় নদীর ধারে রেখে চলে যান কেও বা কারা। শনিবার সকালে স্থানীয় মানুষ দুর্গন্ধ পায়। পরে তারা খোঁজাখুঁজি করে দেখে নদীর ধারে কেও বা কারা অর্ধদগ্ধ মৃতদেহ ফেলে গেছে। এই ঘটনা জানাজানি হতেই ভিড় জমাতে থাকে এলাকার সাধারণ মানুষ।
পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ না আসায় ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত কামাত ফুলবাড়ি এবং ৬ নং ওয়ার্ড সংলগ্ন এলাকার মহাশ্মশান সংলগ্ন এলাকায়।
আরও পড়ুনঃ কেশপুরের দামোদরচক গ্রামের বোমাবাজির ঘটনায় গ্রেফতার ১৫
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাতে এক মৃতদেহ দাহ করা হয় শ্মশানে। অভিযোগ,সেখানে করোনা রোগীকে দাহ করা হয়। শনিবার সকালে স্থানীয় লোকজন এলাকায় দুর্গন্ধ পায়। পরে এদিক ওদিক খোঁজাখুঁজি করে মহাশশ্মানের পাশে নদীর ধারে একটি মৃতদেহ দেখতে পান ওই এলাকার এক বাসিন্দা। ওই খবর দেওয়া হয় প্রশাসনকে।
প্রশাসন না আসায় ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টাখানেক ধরে ওই অবরোধ চলে। অবরুদ্ধ হয়ে পড়ে ৩১ নং জাতীয় সড়কের যান চলাচল। পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় তুফানগঞ্জ থানা ও বক্সিরহাট থানার পুলিশবাহিনী।
আরও পড়ুনঃ বাংলাদেশে পাচার হওয়ার আগেই উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গবাদিপশু
পরে প্রশাসনের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জাতীয় সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করে স্বাভাবিক করে দেয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584