সুদীপ পাল,বর্ধমানঃ
পয়লা বৈশাখ নয় বর্ধমানের বিল্বগ্রামের ব্যবসায়ীরা হালখাতা করেন পয়লা আষাঢ়।ব্যবসায়ীরা সাড়ম্বরে হালখাতা পালন করেন পয়লা বৈশাখ।ধার বাকি যা থাকে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মধুর সম্পর্কের মধ্যে দিয়ে বছরের প্রথম দিনটি পালন করা হয়।
সারা বাংলায় পয়লা বৈশাখ দিনটি পালিত হলেও ব্যতিক্রম বর্ধমানের বিল্বগ্রাম।আজ বিল্বগ্রামের ব্যবসায়ীরা হালখাতা, মিষ্টিমুখ থেকে অতিথি আপ্যায়ন সবই করবেন।
পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ১ ব্লকের বিল্বগ্রাম অঞ্চল রয়েছে পনেরটিরও বেশি গ্রাম।বনপাস স্টেশন সংলগ্ন বাজারটি এখানে জমজমাট।হালখাতার অনুষ্ঠানে প্রস্তুতিতে আনন্দ উৎসবে আজ মেতেছেন ব্যবসায়ীরা।সকাল থেকেই পুজো চলছে। উৎসবের মেজাজে বনপাশ বাজার।
বাজারের ব্যবসায়ীদের প্রশ্ন করা হয় কেন এই ব্যতিক্রম? ব্যবসায়ীরা বলছেন দোকান এর ক্রেতারা কৃষি কাজের উপর নির্ভর করে কৃষি অর্থনীতি নির্ভর হওয়ায় বৈশাখ মাসে চাষিরা বোরচাষে ব্যস্ত থাকেন।
আরও পড়ুনঃ বিচিত্রা-র শিশু-কিশোর নাট্য কর্মশালা
তাছাড়া চাষের খরচ খরচাও রয়েছে। তাই ক্রেতাদেরও চাপ থাকে। চাষীদের এই দিকটির কথা ভেবেই এই সিদ্ধান্ত।
বৈশাখ নয় আষাঢ়েই তাই উৎসবে মেতে এক সম্প্রতি এবং সৌহার্দ্যর বার্তা দিচ্ছে বিল্বগ্রাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584