নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গুঞ্জরিয়া বাজারের হামদর্দ ফাউন্ডেশন- এর তরফ থেকে লকডাউনের এই কঠিন সময়ে অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ইত্যাদি রেশন দ্রব্য বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলে অতি অভাবগ্রস্থ মানুষের তালিকা তৈরি করে তাঁদের বাড়িতে গিয়ে জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ রক্ত দিতে এগিয়ে এলেন সুভাষ
হামদর্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহম্মদ সামি খান জানিয়েছেন, তাদের এই ফাউন্ডেশন লকডাউন ঘোষনা হওয়ার কয়েকদিন পর থেকেই এই কাজে নেমেছে এবং বহু মানুষের সহযোগিতায় ইতি মধ্যে এক হাজারের বেশি মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
হামদর্দ ফাউন্ডেশন, গুঞ্জরিয়া, গাইসাল-১ অঞ্চল সহ এলাকাগুলোতে জিনিসপত্র বিতরণ করছে। আগামী কয়েক দিনের মধ্যে ইসলামপুর ব্লকের সবকটি অঞ্চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584