নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যের শৈল শহর দার্জিলিঙ পৌরসভা দখল করে নিল সদ্য কয়েকমাস জন্মানো ‘হামরো পার্টি’। কিন্তু কিভাবে জন্ম হল এই দলের! জানতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। বেশিদিন নয় ২০২১ জিএনএলএফ-এর সঙ্গ ত্যাগ করে ঐ বছরেই নভেম্বর মাসে ‘হামরো পার্টি’ গঠন করেন অজয় এডওয়ার্ডস।
দার্জিলিং শহরের ম্যালে যাওয়ার পথে পড়ে ‘গ্লেনারিজ’ রেস্তরাঁ। ব্রিটিশ আমলের এই দোতলা কেকশপ দার্জিলিঙের একটি হেরিটেজও বটে। বংশ পরম্পরায় এটি চালায় এডওয়ার্ডস পরিবার। আর এই পরিবারের বর্তমান কর্তা-ই অজয় এডওয়ার্ডস যিনি তৈরি করেছেন হামরো পার্টি। আর ঘাসফুলের ঝড়ের বাজারে সদ্যজাত দলটির এতই রমরমা যে মাত্র ২ টি আসনেই থেমে গেল ঘাসফুল শিবির।
আরও পড়ুনঃ অসমে আগামী ৬ মাসের জন্য ফের বলবৎ বিতর্কিত আইন ‘আফস্পা’
তবে দল জিতলেও এডওয়ার্ডস নিজে হেরে গিয়েছেন। কিন্তু মাত্র তিনমাস বয়সের দলটি জিতে নিয়েছে পাহাড়ের মানুষের মন। উল্লেখ্য, অজয়ের জিএনএলএফ ছাড়ার পরে চিড় ধরে ঘিসিংএর দলেও। প্রায় ৩২ জন বেরিয়ে আসেন অজয়ের সাথে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584