নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বিয়ের চার মাসের মধ্যে গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে করনদিঘি থানার পুটিমারি গ্রামে। মৃত যুবতীর নাম বিজলী সিংহ (১৯)। করনদিঘি থানায় ওই যুবতীর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার৷ অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, পুটিমারি গ্রামের বাসিন্দা প্রমথ সিংহের সঙ্গে চার মাস আগে বিজলীর বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য প্রমথ সিংহ বিজলীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে অভিযোগ৷ বাপের বাড়ি থেকে টাকা না আনলে বিজলীকে খুন করার হুমকিও দিত সে৷ প্রমথ যে বিজলীকে মারধর করত সেই বিষয়টি মা-দিদিকে আগে থেকেই জানিয়েছিল বিজলী।
আরও পড়ুনঃ বেপরোয়া লরির ধাক্কায় যুবকের মৃত্যু
এদিনও বিজলীকে মারধর করছে প্রমথ ৷খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিজলীর মা ও দিদি। সেখানে পৌঁছে ঝুলন্ত অবস্থায় বিজলীর দেহ উদ্ধার করেন তারা৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584