নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত পানিয়ারা এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাকে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ৷গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়।শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
আরও পড়ুনঃ পারিবারিক বিবাদে ভাইয়ের হাতে দাদা খুন
তবে মৃত গৃহবধূর দাদার অভিযোগ, তার বোনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বুধবার বিকেল পাঁচটা নাগাদ কেউ ফোন করে তাকে জানায় যে তার বোন গলায় দড়ি দিয়েছে । তড়িঘড়ি দাদা ও তাঁর পরিবারের লোকেরা মেয়ের বাড়িতে এসে দেখে মেয়ের শ্বশুর বাড়িতে কেউ নেই ।
বাড়ির ভেতর বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ভাই । সত্যি কি খুন করা হয়েছে নাকি মৃত্যুর পেছনে রয়েছে বড় কোনো রহস্য ? তা খতিয়ে দেখছে জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584