সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
স্কুলের মধ্যেই সেই স্কুলেরই কর্মরত এক অস্থায়ী কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বিষ্ণুপুরে। উদ্ধার হওয়া কর্মীর নাম প্রশান্ত প্রামানিক(৪৫)।পরিবার সূত্রে জানা গেছে, চাকরির স্থায়ীকরণ হয়নি সেই নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রশান্ত বাবু।
দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অভয়চরণ বিদ্যাপীঠে তিনি অস্থায়ী কেরানি রূপে বা কর্মী রূপে কাজ করে আসছে, আশ্বাস পেয়েছিলেন চাকরির স্থায়ীকরণের কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। পরিবারের দাবি, দীর্ঘ লকডাউন পরিস্থিতিতে আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে কাটাতে হয়। সেই কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে তার কর্মস্থল অভয়চরণ বিদ্যালয়ের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন প্রশান্ত বাবু।
আরও পড়ুনঃ কেশপুরে হাতির হানায় মহিলার মৃত্যু
স্থানীয় জনগন বিষ্ণুপুর থানায় খবর দিলে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন , পাশাপাশি তার দেহ পূর্ণাঙ্গ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তদন্তকারী অফিসারেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584