শ্যামল রায়, নবদ্বীপঃ
নবদ্বীপ থানা এলাকার নিদয়া গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম মিতালী দাস,বয়স ৪৮। আরও জানা গিয়েছে যে বেশ কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি ।
বর্তমানে রিপোর্ট নেগেটিভ আসে। জানা গিয়েছে যে করোনার রিপোর্ট নেগেটিভ এলেও ওই মিতালী দাস কে বাড়ির অন্য একটি ঘরের মধ্যে রাখা হয় এবং মিতালী দাস এর সাথে বাড়ির অন্যান্য সদস্যরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ৷
আরও পড়ুনঃ ডোমকলে ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের
খাবার দেওয়া নিয়েও পরিবারের সহযোগীতা তিনি পাননি । অবসাদে শুক্রবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা। শনিবার সকালে ওই মহিলার ঘরের দরজা ভাঙতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । স্বামী নৃপেন দাস জানিয়েছেন যে এই মর্মান্তিক ঘটনায় তারা সকলেই হতবাক। মৃত মহিলার এক ছেলে বর্তমান রয়েছে। মৃতদেহটির ময়নাতদন্ত হয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584