নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার বনদেউলী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় ,কেশিয়াড়ি থানার অন্তর্গত বনদেউলী গ্রাম থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা৷ এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় কেশিয়াড়ি থানার পুলিশকে।
জানা গেছে মৃত ব্যক্তির নাম ঝাড়েশ্বর সিং বয়স আনুমানিক ৪৭ বছর৷ সূত্রের খবর ,দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি৷ আর্থিক অবস্থা ভাল না থাকার ফলে মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি৷ । চিকিৎসাও চলছিল বলে পরিবার সূত্রে জানা যায়৷
আরও পড়ুনঃ হরিদেবপুরে হোম আইসোলেশনে মৃত্যু ৫ মাসের শিশুর
হঠাৎ রবিবার বাড়ির কিছুটা দূরে একটি গাছে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। এলাকাবাসীরা দেখতে পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশকে খবর দিলে ,পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584