বাড়ির বারান্দায় ভিজে কাপড় মেললেই এখন থেকে বিপদ!

0
124

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আজব সমস্যার সম্মুখীন কুয়েত, কি! না, বারান্দায় কাপড় শুকোতে দেওয়া যাবে না। মূলত যারা প্রবাসী কর্মী এবং যেগুলো ব্যাচেলর’স অ্যাপার্টমেন্ট, তারা সরকারের সব সতর্কতা উপেক্ষা করেই বারান্দায় ভেজা কাপড় শুকাতে দেন। এই কাজ বন্ধ করতে কঠোর হয়েছে কুয়েতের সংশ্লিষ্ট প্রশাসন।

Wet Clothes | newsfront.co
প্রতীকী চিত্র

কুয়েত সিটি পৌরসভা শাখায় গণ-পরিষ্কার ও রাস্তাঘাট বিভাগের পরিচালক, মিশাল আল-আজমী প্রবাসীদের জানিয়েছে যে, বারান্দা ও জানালায় কাপড় বা কার্পেট ঝুলানো কঠোরভাবে নিষিদ্ধ, যারা এই আইন লঙ্ঘন করবে তাদেরকে ৩০০ দিনার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

আরও পড়ুনঃ ধস নামল পৃথিবীর বৃহত্তম হিমশৈলে, বিপন্ন প্রাণীকুল

কুয়েতের সংবাদমাধ্যম আল রাই এক প্রতিবেদনে জানিয়েছে, কুয়েতের বিভিন্ন অঞ্চলে, বিশেষত রাজধানীর ব্যাচেলর বাসাগুলোর বারান্দায় এমন দৃশ্য লক্ষ্য করা যায়, যা মোটেই দৃষ্টি নন্দন নয়। তারা কেবলমাত্র বারান্দায় নয়, তাদের বিল্ডিংয়ের সামনে এবং রাস্তায়ও কাপড় শুকাতে দেয়, যা দেখতে অতি কুৎসিত।

আল আজমী বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে পুরসভা এই ঘটনা নিয়ন্ত্রণে সফল হয়েছে। বাসিন্দারা বলেছেন তাঁদের আইন সম্পর্কে জানা ছিল না। তবে জানার পর তাঁরা এই কাজ আর খুব একটা করছেন না।

আরও পড়ুনঃ চাপের কাছে নতিস্বীকার, বাধ্য হয়ে করোনা বিলে স্বাক্ষর ট্রাম্পের

খবরে বলা হয়েছে, প্রতি ২০টি বিল্ডিংয়ের মধ্যে একটি অ্যাপার্টমেন্টে বারান্দায় কাপড় দেওয়ার এই আইন লঙ্ঘন করে। কুয়েতের স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণের ৪ নং অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে, কাপড়, কার্পেট বা এমনকিছু শুকানো বা অন্য কোনো উদ্দেশ্যে বারান্দায়, রাস্তায় বা পাবলিক প্লেসে ঝোলানো যাবে না।

এই আইন অমান্য করলে সর্বনিম্ন ১০০ দিনার এবং সর্বোচ্চ ৩০০ দিনার জরিমানার বিধান রয়েছে। কর্তৃপক্ষ নিয়মিত বিভিন্ন এলাকায় অভিযান শুরু করার পর থেকে বিষয়টি অনেকটাই নিয়ন্ত্রণে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে প্রথমবার আইন ভাঙলে প্রতিশ্রুতি আদায় করে বাসিন্দাদের সতর্ক করা হয়। ঘটনার পুনরাবৃত্তি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here