শচীন সুত্রধর, পুরুলিয়াঃ
আজ ভোরে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার অন্তর্গত বাঘমুন্ডি ব্লকের প্রবেশ দ্বারে নৈশ প্রহরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তা নিয়ে বিডিও অফিস ও হাসপাতালে বিক্ষোভ করে ওই প্রহরীর পরিজনেরা।
এদিন পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায় যে প্রহরী জগন্নাথ কুমার (প্রায় ৫৫ বছর) প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার খেয়ে ব্লকে ডিউটি করতে যান। আর আজ সকালে এই ঘটনার খবর আসে।
আরও পড়ুনঃ বেআইনি মদ বিক্রির অভিযোগ নবদ্বীপে ধৃত ২
আরও পড়ুনঃ অনির্দিষ্টকাল ধরে সরকারি জায়গা আটকে প্রতিবাদ নয়, শাহিনবাগ প্রসঙ্গে জানাল সুপ্রিমকোর্ট
মৃত ব্যক্তির স্ত্রী সুন্দরমনী বলেন যে, “আমার স্বামীকে ব্লকে ডিউটি চলাকালীন সবাই খারাপ ব্যবহার করতো তাই আমার স্বামী অনেক দুঃখ প্রকাশ করতো।” তাদের বাড়িতে আর কেও রোজকার করার মতো নেই, তাই তার ছেলের চাকরির জন্য করজোড়ে তিনি আবেদন রাখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584