গয়েশপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

0
80

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ

hanging dead body | newsfront.co
প্রতীকী চিত্র

রবিবার সকালে এক বিজেপি নেতার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদীয়ার গয়েশপুরে ৷

গয়েশপুর গ্রামে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বিজয় শীল নামে বছর চৌত্রিশের এক বিজেপি নেতার ৷ বিজেপির অভিযোগ, এটি খুনের ঘটনা। গেরুয়া শিবিরের দাবি বিজয় শীল বিজেপির সক্রিয় কর্মী ছিলেন, রবিবার সকালে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, নদীয়া থেকে উদ্ধার হয়েছে তাদের কর্মীর দেহ। তৃণমূলের দুষ্কৃতীরা একই ধাঁচে তাদের কর্মীদের হত্যা করে চলেছে, বিজেপির কাজ থমকে দিতেই এই সন্ত্রাস।

আরও পড়ুনঃ বৈষ্ণবঘাটায় মৃৎশিল্প কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

খুন হওয়া প্রত্যেক কর্মীর প্রতি ন্যায়বিচার করবে বিজেপি। এই রাজনৈতিক হত্যা বন্ধ করতে ব্যবস্থা নেবে বিজেপি।

এই ঘটনায় সরাসরি তৃণমূলকে দায়ী করছে বিজেপি। এই ঘটনার প্রতিবাদে সোমবার কল্যাণী বনধের ডাক দিয়েছে পদ্মশিবির।পাশাপাশি রাজ্যের সমস্ত থানা ঘেরাও কর্মসূচি করা হবে বলে জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপি হুগলির সাংসদ ও বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন,”দেখুন, পশ্চিমবঙ্গে কী ভাবে গণতন্ত্র ঝুলে আছে।প্রত্যেকটি জায়গায় একই কায়দায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here