মদ্যপান নিয়ে বচসার জেরে কসবায় আত্মঘাতী সেনা জওয়ান

0
73

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

suicide | newsfront.co
প্রতীকী চিত্র

ডিউটি থেকে ছুটি নিয়ে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে এসেছিলেন এক সেনা জওয়ান। সোমবার গভীর রাতে সেই সেনা জওয়ান সুভাষ দাসের (৪০) ঝুলন্ত দেহ উদ্ধার হয় কসবার ১৫৭এইচ/১ সুইনহো লেনের বাড়িতে। তাকে উদ্ধার করে দ্রুত চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

ওই ঘটনায় রীতিমতো হতভম্ব প্রতিবেশী থেকে শুরু করে ওই ব্যক্তির পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবেরা। পরিবার সূত্রে খবর, বাড়িতে বসে মদ্যপানে আপত্তি জানিয়েছিলেন স্ত্রী। আর তার জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই জওয়ান।

আরও পড়ুনঃ তমলুকে জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ আশা কর্মীদের

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই জওয়ান ভারতীয় সেনার রাজপুত রেজিমেন্টে যুক্ত। বর্তমানে তিনি তমলুক এনসিসিতে যুক্ত। ওই জওয়ান বেশিরভাগ সময়েই মদ্যপ অবস্থায় থাকতেন। এই নিয়ে পরিবারে অশান্তিও হত। প্রতিবেশীরা তার জন্য বেশ কয়েকবার অসন্তুষ্টও হয়েছিলেন। এই জওয়ানের মৃত্যুর পর তার রেজিমেন্টে খবর দেওয়া হয়েছে। জওয়ানের মৃত্যুর পিছনে অন্য কোনও অস্বাভাবিক কারণ আছে কিনা, তা দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here