নিখোঁজ যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তুফানগঞ্জে

0
81

মনিরুল হক, কোচবিহারঃ

নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই এলাকায়।

hanging dead body rescue of a missing person in tufanganj | newsfront.co
শোকার্ত পরিবার। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে দেওচড়াই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় যুবককে দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা। খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম মনোজিৎ দাস (৪৮)। পেশায় কাগজ বিক্রেতা ছিলেন। জানা গেছে, বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন মনোজিৎ। পরে দেওচড়াই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই যুবকে। তবে সঠিক কী কারণে এই মৃত্যু, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায় নি পুলিশ।

আরও পড়ুনঃ কল্যাণী সেন্ট্রাল ব্যাঙ্কে আগুন, এলাকায় চাঞ্চল্য

তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানান, অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এফআইআর রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, মনোজিৎ বেশকিছুদিন থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তবে এমন ঘটনা ঘটতে পারে তা তারা কেউই বুঝতে পারেননি। বুধবার দুপুর থেকেই সে নিখোঁজ ছিল। বহু খোজাখুঁজির পরও তার দেখা মেলেনি। তদন্ত চেয়ে পুলিশের কাছে লিখিত আবেদন জানিয়েছে পরিবারের লোকজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here