নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার জীবনপুর গ্রামে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল সখিনা খাতুন নামের এক ছাত্রীর দেহ।
সখিনা রানিতলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বলে পরিবার সূত্রে জানা যায়। রবিবার সন্ধ্যায় দিদার বাড়ি থেকে নিজের বাড়িতে আসে ওই ছাত্রী।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বিপুল পরিমাণে ইলিশ উদ্ধার
প্রতিবেশী সম্পর্কে মৃত ছাত্রীর বৌদি জানান যে, “আমি সকালে দরজা খুলতে বললে সে বলে কিছুক্ষণ পরে খুলছি। তার পরে আমি আবারও আসি, এসে জানালা দিয়ে ডাকতে গেলে দেখতে পাই ঘরের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে সে ঝুলছে।” গ্রামবাসীরা থানায় খবর দিলে পুলিশ আসে।
আরও পড়ুনঃ খড়্গপুরে ‘আপনার মতামত, বিজেপির ঘোষণাপত্র’ শীর্ষক কর্মসূচির সূচনা দিলীপ ঘোষের
তবে আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখছে রানিতলা থানার পুলিশ।রানিতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584