নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার পলাশবাটি এলাকায়। জানা গেছে, পলাশবাটি গ্রামের মর্জেম শেখ এর মেয়ে রূপালী বিবির সাথে ১২ বছর আগে বিয়ে হয় লালগোলা থানার মধুপুর কলোনির সানুয়ার শেখ এর ছেলে সমীরুল শেখ এর সঙ্গে।

বিয়ের পর থেকেই দানা বাঁধে অশান্তির। দুটি মেয়ে রয়েছে তাদের। একসময় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সমিরুল। এবং আরও দুটো বিয়েও করে। তারপর হঠাৎ করেই মাস ছয়েক আগে আবার যোগাযোগ করে ও নিজের ভুল স্বীকার করে নতুন ভাবে সংসার শুরু করে রূপালী বিবির সঙ্গে।

এরপর হটাৎ করেই মাস দেড়েক আগে থেকে সমিরুল পরিবার সহ শশুর বাড়িতে থাকতে শুরু করে। আজ সকালে ঘরে মেয়ের ঝুলন্ত দেহ দেখে ছুটে আসে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় জামাই সমীরুল শেখের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ সামসেরগঞ্জে অর্থনৈতিক মন্দা ও মানসিক চাপের কারণে আত্মহত্যা করলেন এক ব্যক্তি
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে প্রথমে কানাপুকুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় অভিযুক্ত সমিরুল শেখকে আটক করে ভগবানগোলা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584