নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার দেবিদাসপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে ঐ গৃহবধূর নাম মাসুদা আক্তার, বছর খানেক আগে বিয়ে হয় সামশেরগঞ্জ থানার দেবিদাসপুর এলাকার শিক্ষক শরীফ সেখের সঙ্গে।

গতকাল তার বাবার বাড়ি সুতির খিদিরপুরে খবর আসে তাদের মেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তড়িঘড়ি মেয়ের পরিবারের লোকজন ছুটে যায় সামশেরগঞ্জে। সেখানে ওই গৃহবধূর পরিস্থিতির অবনতি হলে নিয়ে আসা হয় সুতির মহিশাইল হাসপাতালে।
আরও পড়ুনঃ শিলিগুড়ির রবীন্দ্রনগরে খুনের ঘটনায় গ্রেফতার ২
সেখানে মৃত্যু হয় ঐ গৃহবধূর, খবর দেওয়া হয় সুতি থানায়। সুতির পুলিশ গিয়ে মৃত দেহ নিয়ে আসে থানায়। মেয়ের পরিবারের লোক জনের দাবি, মাসুদাকে তারা মেরে ফেলেছে।স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে অভিযোগ তোলে মেয়ের পরিবার।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে দিবালোকে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা
যদিও ঐ গৃহবধূর গলায় দাগ রয়েছে।অপর দিকে স্বামী শরীফ সেখ বলেন, “আমরা মেরে ফেলিনি। আমাদের বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।”ঐ গৃহবধূকে মেরে ফেলা হয়েছে কি না বা কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584