নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-
বালুরঘাট ফেসবুক কাণ্ডে পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের অনুমতি ছাড়া মামলার চার্জশিট পেশ করতে পারবে না বলেও নির্দেশ দিল হাইকোর্ট।পাশাপাশি রাজ্য সরকারকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক।
দুর্গাপুজোর সময় বালুরঘাট শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে ফেসবুকে মন্তব্য করেছিলেন কয়েকজন। ফেসবুকের সেই পোস্ট পুলিশের নজরে আসার পর তা প্রশাসনের বিরোধী বলে অভিযোগ ওঠে। ওই পোস্ট যারা করেছিলেন বা শেয়ার করেছিলেন তাঁদের পুলিশি হয়রানির শিকার হতে হয় বলে পালটা অভিযোগ ওঠে।অভিযোগ ওঠে এঘটনায় অনেককে জেরার করার নামে বারবার থানায় ডেকে পাঠানো হয়। অনুপম তরফদার ও দেবজিৎ রায়কে গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা জামিনে ছাড়া পান নিম্ন আদালত থেকে।এরপর তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।পরবর্তীতে মানহানি মামলা দায়েরের সম্ভাবনাও রয়েছে।
এই মামলায় রাজ্যের পক্ষে থেকে আইনজীবী দাঁড় করানো হয়েছে, তেমনি অভিযুক্ত দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়, আইসি সঞ্জয় ঘোষ, এসআই সমীর মণ্ডলরাও আলাদা করে আইনজীবী দিয়েছেন। এফিডেভিট-এ রাজ্য পুলিস প্রশাসন কি অবস্থান নেয় সেটাই এখন দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584