নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘মুখোশের আড়ালে’ ধারাবাহিকের পর বেশ কিছুদিনের ব্রেক নিয়ে ফের টেলিপর্দায় শর্মিষ্ঠা আচার্য। মহিলা ফৌজির পর এবার তাঁকে দেখা যাবে সঙ্গীত শিল্পীর চরিত্রে। সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘হারানো সুর’। আপাদমস্তক সুরেলা জাদুতে এই ধারাবাহিকের গল্প এগোবে।
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অহনা। সে দক্ষ সঙ্গীত শিল্পী। একদিন এক অনুষ্ঠানে সে নজরে পড়ে প্রবাদপ্রতিম ধ্রুপদী সঙ্গীত শিল্পী শশাঙ্ক শেখরের। শশাঙ্ক শেখর অহনাকেই নিজের পুত্রবধূ করবে বলে মনস্থ করে। শশাঙ্ক শেখরের ছেলে নক্ষত্রও বড় গাইয়ে। নাম, ডাক, প্রতিপত্তি সবই আছে তার। খুব সহজ কথায় বলতে গেলে সে প্রফেশনাল সিঙ্গার। নক্ষত্র নিজেও জানে তার গুণ আর দক্ষতা তার বাবার কাছে অনেকটাই ম্লান। তাই সে এমন একজন মেয়েকে বিয়ে করতে চায় যে গান জানে না।
আরও পড়ুনঃ ‘কন্যাদান’ ডিসেম্বরের ৭ থেকে
ঘটনাচক্রে অহনার সঙ্গে আলাপ হয় তার। ভাব জমে। একদিন অহনাকে বিয়ে করে ঘরে আনে সে। তার আগে নক্ষত্র জেনেছিল, এক সঙ্গীতজ্ঞাকে বাবা শশাঙ্ক শেখর পুত্রবধূ হিসেবে পছন্দ করেছে। কিন্তু সেই মেয়েকে বিয়ে করতে সে রাজি নয়। কারণ গান জানা মেয়ে সে আনবে না। কোনওভাবে অহনার গানের ঠিকানা পায় না নক্ষত্র। তাই অহনাকে সে বিয়ে করে আনে। শশাঙ্ক শেখর অবাক হয়, খুশিও হয়। এই অবধি সব ঠিকই ছিল।
আরও পড়ুনঃ বড়পর্দায় আসবে অরণ্য-পাখি জুটি
কিন্তু অহনার সঙ্গীতচর্চার ব্যাপারে জানার পর কী করবে নক্ষত্র? সেটাই প্রশ্ন। সেটাই দেখার।… বিভিন্ন চরিত্রে রয়েছেন শর্মিষ্ঠা আচার্য, প্রিয় বন্দ্যোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। আগামী ৭ ডিসেম্বর থেকে সোম থেকে রবি রাত ৯ টার স্লটে দেখুন ‘হারানো সুর’ সান বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584