রাস্তায় নো এন্ট্রি, যানজটে হয়রান দুই জেলার মানুষ

0
156

নিটু দেওয়ান,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের নবগ্রাম থানার তাড়গ্রামে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা তিন বেলা নো এন্ট্রি (No Entry)করে নবগ্রামের প্রশাসন।আর আজকেও তার কোন ব্যাতিক্রম হয়নি,কিন্ত নবগ্রাম থানার এই ব্যাপারে অতিষ্ঠ হয় বীরভূমের মানুষ।প্রতিদিন কোন কারন ছাড়ায় নো এন্ট্রি করে রাখার কারনে আজ বীরভূমের সাধারন মানুষ নলহাটি থানার আসুরিয়ায় নো এন্ট্রি করে রাখে আর তাতেই বিপত্তি।

Harassment of two district for road jam 2
নুটু মল্লিক,বাস চালক। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের নবগ্রাম থানার তাড়গ্রাম ও বীরভূমের নলহাটি থানার আসুরিয়া সীমান্তে সৃষ্টি হয় যানযট আজকের এই যানযটে আটকে পড়ে অনেক দুর পাল্লার বাস,ছোটো বড়ো অনেক গাড়ি আটকে পড়ে।

আরও পড়ুনঃ বহরমপুরের নিত্য যানজটে সমস্যা আরও বাড়াল বেপরোয়া ট্রাক

Harassment of two district for road jam
নিজস্ব চিত্র

আর তার মধ্যে আটকে পড়ে রোগীসহ অ্যাম্বুলেন্স।ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টার সময়। মুর্শিদাবাদের নবগ্রাম থানার তাড়গ্রাম ও বীরভূমের নলহাটি থানার আসুরিযা সীমান্তে এই ঘটনায় যানজটে তুমুল হয়রানি শিকার হয় মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here