আপের সাংসদ হিসেবে রাজনৈতিক কেরিয়ার শুরু করার পথে হরভজন সিং

0
55

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে থেকেই জল্পনা তৈরি হয় যে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা নাম হরভজন সিং সরাসরি রাজনীতিতে যোগ দিচ্ছেন। তবে কোন দলে যাবেন তিনি তা নিয়ে কিছু জানা যায়নি তখন। একই সঙ্গে হরভজন জানিয়েছিলেন তিনি পঞ্জাবের জন্য কাজ করতে চান।

Harbhajan Singh joins AAP
হরভজন সিং সহ আপ-এর রাজ্যসভার ৫ প্রার্থী , ছবিঃ টুইটার

পরে নভজ্যোত সিং সিধু হরভজনের সঙ্গে টুইটারে একটি ছবিও শেয়ার করেন, তাতেই রাজনীতির জগতে অনেকে ধরে নেন যে হরভজন সম্ভবত কংগ্রেসে যোগ দিতে চলেছেন। কিন্তু সেই জল্পনাও সত্যি হয়নি। তবে হরভজনকে এবার পুরো দস্তুর রাজনীতির ময়দানে নিয়ে আসছে কেজরিওয়ালের আম আদমি পার্টি।

হরভজন সিংকে পঞ্জাব থেকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। পাশাপাশি আইআইটির অধ্যাপক সন্দীপ পাঠক, শিক্ষাবিদ অশোক কুমার মিত্তল এবং দিল্লির বিধায়ক রাঘব চাড্ডাকেও পঞ্জাব থেকে রাজ্যসভায় পাঠানো হবে।

আরও পড়ুনঃ সুপ্রিম ‘ধাক্কা’, ইডির সমন চ্যালেঞ্জ করে অভিষেক-রুজিরার মামলা গৃহীত হল না শীর্ষ আদালতে

সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ৯ এপ্রিল ৫ টি আসন খালি হতে চলেছে। ৩১ মার্চ রাজ্যসভার আসন গুলিতে নির্বাচন হবে। পঞ্জাবে আম আদমি পার্টি যে সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছে, তাতে ওই ৫ আসনে আপের জয় নিশ্চিত। রাজ্যসভায় আপের আসন সংখ্যা ৩ থেকে ৮ হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here