সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্ব ক্রিকেটের অন্যতম অফস্পিনার হরভজন সিং

0
162

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অফ স্পিনার হরভজন সিং। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছেন টেস্ট ক্রিকেটে দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি এই অফ স্পিনার। ‘সব ভালো জিনিসেরই শেষ আছে। আমাকে যেটি সবকিছু দিয়েছে, আজ আমি সেই খেলাকে বিদায় বলছি’, টুইটারে লিখেছেন হরভজন।

Harbhajan Singh | newsfront.co

আইপিএলের সর্বশেষ মৌসুমের প্রথম ভাগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন হরভজন। তবে সংযুক্ত আরব আমিরাত পর্বে খেলেননি কোনো ম্যাচ। ফলে গত এপ্রিলের পর থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেননি কোনো।

১৯৯৮ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল হরভজনের। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই দেশের মাটিতে বিখ্যাত টেস্ট সিরিজে ৩ ম্যাচে সর্বোচ্চ ৩২ উইকেট নিয়েছিলেন হরভজন। কলকাতায় ফলোঅনের পরও ভারতের সেই জেতা ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। ২০১৫ সালে খেলেছেন ১০৩ টেস্ট ক্যারিয়ারের সর্বশেষটি। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হওয়া টেস্ট ক্যারিয়ারে ৩২.৪৬ গড়ে ৪১৭টি উইকেট তাঁর। ভারতের হয়ে এ তালিকায় হরভজনের ওপরে আছেন অনীল কুম্বলে, কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিন।

২০১৫ সালেই হরভজন খেলেছেন সর্বশেষ ওয়ানডে। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে রানার্সআপ ও ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য হরভজন ২৩৬ ওয়ানডেতে নিয়েছেন ২৬৯ উইকেট। ২০১৬ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন হরভজন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

আইপিএলের ২০২০ মৌসুম থেকে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেওয়ার পর সর্বশেষ মৌসুমে খেলেছিলেন কলকাতার হয়ে। সব মিলিয়ে এ লিগে ১৬৩ ম্যাচ খেলে ১৫০টি উইকেট নিয়েছেন হরভজন। আইপিএলে পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।

আরও পড়ুনঃ টেস্ট র‍্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে পড়লেন কোহলি, শীর্ষস্থানে অজি ব্যাটসম্যান লাবুসেন

ভিডিও বার্তায় ৪১ বছর বয়সী হরভজন বলেছেন, ‘জীবনের এমন সময় আসে, যখন আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়। কয়েক বছর ধরেই এ ঘোষণা দিতে চাইছিলাম, তবে আপনাদের সঙ্গে এটা ভাগ করে নেওয়ার সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here