অশ্লীল লিফলেট বিতর্কে গম্ভীরের পাশে দাঁড়ালেন হরভজন

0
98

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

অতিসী – গম্ভীর বিতর্কের জেরে পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর পূর্ব দিল্লির আপ দলের প্রার্থী অতিসী মারলেনার বিরুদ্ধে মানহানির মামলা করলেন। একই সাথে মানহানির নোটিশ পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও।

অশ্লীল লিফলেট বিতর্কের পর ভারতীয় রাজনীতির মঞ্চ যখন তপ্ত, তখন গৌতম গম্ভীর এর পাশে দাঁড়ালেন তার ক্রিকেটার বন্ধু স্পিনার বোলার হরভজন সিং। টুইটারে হরভজন জানান,”গৌতম গম্ভীরকে ঘিরে গতকাল যে ঘটনা ঘটেছে, তা দেখার পর আমি হতবাক হয়ে গিয়েছি৷আমি ওকে ভাল করে চিনি৷কোনও মহিলা সম্পর্কে ও এমন মন্তব্য করতেই পারে না৷ ও জিতবে কি হারবে সেটা পরের ব্যাপার৷কিন্তু ওই মানুষটি এসবের অনেক ঊর্ধ্বে৷”

প্রসঙ্গত উল্লেখ্য মূল বিষয় এর সূত্রপাত পূর্ব দিল্লির আপ প্রার্থী অতসী মারলেনা ও বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর কে নিয়ে।আম আদমি পার্টির অভিযোগ পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় অতিসীকে নিয়ে কুরুচিকর একটি লিফলেট ছড়িয়ে বেড়াচ্ছেন গৌতম গম্ভীর ।

ওই লিফলেটে অতসী কে নিয়ে নাকি লেখা রয়েছে ,”মিক্সড ব্রিড’ ও ‘গরুর মাংস খাওয়া বেশ্যা’ । সাংবাদিক সম্মুখে এ নিয়ে কান্নায় ভেঙে পড়েন অতসী মারলেনা।তার পাশে দাঁড়িয়ে তাদের অভিযোগের স্বপক্ষে সমর্থনের পাশাপাশি গৌতম গম্ভীর এর দিকে আঙ্গুল উঠিয়েছেন আপ দল।অতসী সাংবাদিক সম্মুখে মন্তব্য করেন ,”এক জন মহিলার সঙ্গে যদি তিনি এমন আচরণ করেন, তাহলে তাঁর কেন্দ্রের কয়েক লাখ মহিলার নিরাপত্তার কী হবে?”

পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লেখেন” গৌতম গম্ভীর যে এত নিচে নামবেন ভাবতেই পারিনি ।”

আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় “হ্যাশট্যাগ আইস্ট্যান্ডউইথঅতসী” ট্রেন্ড শুরু হয়েছে । এদিকে গৌতম গম্ভীরকে নিয়ে ওঠা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তার দল বিজেপি । এর পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গৌতম গম্ভীর ও বিজেপি ।

তার বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগ কে অস্বীকার করে গৌতম গম্ভীর জানান,”আমারও দুটো কন্যাসন্তান রয়েছে৷আমি মহিলাদের সবসময় সম্মান করি৷কীভাবে একজন এতটা নিচে নামতে পারেন, তা আমার ভাবনারও বাইরে৷আমি এনাকে (কেজরিওয়াল) আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবে লজ্জাবোধ করছি৷আগে জানলে আমি দিল্লি ছেড়ে অন্যত্র চলে যেতাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here