অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ হারলেও টি-২০ সিরিজ জিতে সেই হারের মধুর প্রতিশোধ নিল ভারত। সিডনিতে আজ দ্বিতীয় টি-২০ ম্যাচে ২ বল বাকি থাকতেই ১৯৫ রান তাড়া করে জিতে নিল টিম ইন্ডিয়া। ২২ বলে ৪২ রানে অপরাজিত থেকে দলকে জেতালেন অল রাউন্ডার ও টিম ইন্ডিয়ার নতুন ফিনিশার হার্দিক পান্ডিয়া।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯৪/৫। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫৮ রান করেন এই ম্যাচের অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড। গ্লেন ম্যাক্সওয়েল শুরুটা ভাল করেও ১৩ বলে ২২ করে আউট হন। স্টিভ স্মিথ ৪৬ রান করলেও নিলেন ৩৮ বল।
আরও পড়ুনঃ টি টোয়েন্টিতে ছিটকে গেলেন জাদেজা
মোয়েস হেনরিক্স করেন ১৮ বলে ২৬ রান। ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস এবং ড্যানিয়েল স্যামস ৩ বলে ৮ রানে অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র ভাল বল করেন টি-নটরাজন ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৫৬ রান যোগ করার পর ২২ বলে ৩০ করে আউট হন কে এল রাহুল। শিখর ধাওয়ান অর্ধশতরান করলেও ৩৬ বলে ৫২ করে আউট হন তিনি। ১০ বলে ১৫ রান করেন সঞ্জু স্যামসন। দলের স্কোর তখন ১২০/৩।
আরও পড়ুনঃ রেফারির ভুল সিদ্ধান্ততে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের
বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া মিলে স্কোরবোর্ডেকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে ২৪ বলে ৪০ করে আউট হন বিরাট। ভারতের জয়ের জন্য দরকার ২৩ বলে ৪৬ রান। কিছুটা এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু হার্দিক পান্ডিয়া ও শ্রেয়াস আইয়ার জুটি দলকে জয় এনে দেন। ২২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া। ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন আইয়ার।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। পান্ডিয়া প্রথম বলে ২ নেন। এরপর দ্বিতীয় ও চতুর্থ বলে ২টি ওভার বাউন্ডারি মেরে দলকে জেতালেন হার্দিক বোঝালেন যে তিনি ধোনি র ম্যাচ ফিনিশ করার কাজ টা করতে তৈরি মঙ্গলবার নিয়ম রক্ষার শেষ টি টোয়েন্টিতে নামবে দুই দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584