পিতৃহারা পান্ডিয়া

0
49

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

২০২১ এর শুরুতেই আবার একটি খারাপ খবর। প্রয়াত হলেন হিমাংশু পান্ডিয়া। ভারতীয় ক্রিকেটার হার্দিক ও ক্রুণাল পান্ডিয়ার বাবা আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

pandya and family | newsfront.co

যে খবর পেয়েই সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে ব্যস্ত থাকা ক্রুণাল বায়ো বাবল ছেড়ে রওনা দিয়েছেন বাড়ির পথে। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শিশির হাত্তানগাদি যে খবর দিয়ে জানিয়েছেন, “ব্যক্তিগত শোকের খবর পাওয়া মাত্র ক্রুণাল বায়ো বাবল ছেড়েছে। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে হার্দিক ও ক্রুণালের এই বড় ক্ষতিতে সমবেদনা জানাতে চাই।“

খারাপ খবর পেয়ে হার্দিক-ক্রুণালের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন সচিন তেন্ডুলকার, বিরাট কোহলিরা। সচিন টুইট করে বলেছেন, “হার্দিক-ক্রুণালের বাবার মৃত্যুর খবর পেয়ে খুব খারাপ লাগছে। তোমাদের উদ্দেশ্যে ও গোটা পরিবারকে সমবেদনা জানাই। ঈশ্বর কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি দিন।“

আরও পড়ুনঃ অভিষেকেই নজর কাড়লেন নটরাজন

অন্যদিকে ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লেখেন,”হার্দিক-ক্রুণালের বাবার প্রয়াণের খবরে শোকস্তব্ধ। বেশ কয়েকবার ওঁর সঙ্গে কথা হয়েছিল। খুব মিশুকে, হাসি-খুশি মানুষ ছিলেন। ওঁর আত্মার শান্তি কামনা করি । হার্দিক-ক্রুণালকে বলব, মনকে শক্ত রেখো।”অনেক গরিব পরিবার হলেও নিজের দুই ছেলেকে ক্রিকেটার বানাতে অনেক পরিশ্রম করেন হার্দিকদের বাবা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here