তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ব বিদ্যালযের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের তথা এই রাজ্যের নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করে সম্মানিত করবেন বিশ্ব বিদ্যালয়ের আচার্য মাননীয় কেশরী নাথ ত্রিপাঠী।রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার ডঃ দুর্লভ সরকার এই খবর জানিয়েছেন।আগামী ৩রা ফেব্রুয়ারি রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয় তাকে এই সন্মান দেবেন।সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকার।দক্ষিণ দিনাজপুর জেলার হরিমাধব মুখোপাধ্যায় পেশায় বালুরঘাট কলেজে একসময় অধ্যাপনা করলেও তিনি দীর্ঘদিন যাবত নাটকের সাথে যুক্ত থেকে বালুরঘাটের মাটিতে ত্রিতীর্থ নাট্য সংস্থা গঠনের মধ্য দিয়ে নাট্য আন্দোলনের দিশারী হয়ে উঠেছিলেন।তিনি যেমন অভিনয় তেমনি নাটক রচনা ও নির্দেশনায় সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় ডিলিট পাচ্ছেন এই খবর ছড়িয়ে পড়তেই উত্তর ও দক্ষিন দিনাজপুর জেলার সমস্ত নাট্যপ্রেমী মানুষজন খুশির আনন্দে ভাসছে বলে জানা যায়।জানা যায় ৩রা ফেব্রুয়ারি মাননীয় রাজ্যপাল তথা রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের আচার্য কেশরী নাথ ত্রিপাঠীর হাত থেকে এই ডিলিট উপাধি গ্রহণ করবেন।
আরও পড়ুনঃ দুঃস্থদের জন্য আধুনিক চিকিৎসা প্রদানে ব্রতী চিকিৎসক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584