নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা হুগলির হরিপাল থেকে করুণাময়ী এবং কামারকুণ্ডু থেকে করুণাময়ী পর্যন্ত বাস পরিষেবা চালু করল। সোমবার হরিপালে এসবিএসটিসি বাস পরিষেবার উদ্বোধন করেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না ও পরিবহন দফতরের আধিকরিকরা।
এদিন বিধায়ক বলেন, বাস পরিষেবা চালু হওয়ার ফলে হরিপাল, জাঙ্গিপাড়া, কামারকুণ্ডু, সিঙ্গুর-সহ পাশাপাশি বহু মানুষ উপকৃত হবেন। এসবিএসটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, হরিপাল থেকে সকাল ৮ টা ১৫ মিনিটে ও কামারকুণ্ডু থেকে ৮ টা ৪৫ মিনিটে ছাড়বে।
আরও পড়ুনঃ মাধ্যমিকের ভার্চুয়াল ফলপ্রকাশের দিকেই পাল্লা ভারি, মার্কশিট মিলবে পরে
আবার করুণাময়ী থেকে কামারকুণ্ডু ফেরার বাস ছাড়বে বিকেল ৫ টায় ও করুণাময়ী থেকে হরিপাল ফেরার বাস ছাড়বে বিকেল ৫ টা ৩০ মিনিটে। হরিপাল থেকে করুণাময়ী যাওয়ার ভাড়া ৫০ টাকা ও কামারকুণ্ডু থেকে করুণাময়ী যাওয়ার ভাড়া ৬০ টাকা ধার্য করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584