ধোনির সই করা জার্সি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন পাক স্পিড স্টার হারিস রউফ

0
56

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

দুই দেশের মাঝে রাজনৈতিক শত্রুতা থাকতে পারে, কিন্তু ক্রিকেটারদের মাঝে দারুণ সদ্ভাব। ক্রিকেটে বন্ধুত্ব, ভালবাসাই আসল। সেটা কোনো সীমানা মানে না। শনিবার এই কথাটাই যেন আরও একবার সত্যি হল। সুদূর অস্ট্রেলিয়ায় বসে মহেন্দ্র সিংহ ধোনির অটোগ্রাফ দেওয়া জার্সি পেয়ে গেলেন পাকিস্তানের ক্রিকেটার হারিস রউফ। টুইটারে সেই ছবি পোস্ট করে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Dhoni give his jersey to pak cricketer

চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে সাক্ষর করে সেটা রউফকে উপহার পাঠিয়েছেন ধোনি। সেই জার্সির ছবি টুইট করে রউফ লিখেছেন, ‘কিংবদন্তি এবং ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি এই সুন্দর জার্সি পাঠিয়ে আমাকে সম্মানিত করেছে। নাম্বার “7”এখনও তার মহানুভবতা এবং ভালবাসা দিয়ে আমাদের মন জয় করে নিচ্ছে। চেন্নাই সুপার কিংস, পাশে দাঁড়ানোর জন্য তোমাদেরও বিশেষ ধন্যবাদ প্রাপ্য।’

বিগ ব্যাশ লিগ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন হারিস রউফ। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর পিছনে অন্যতম সেরা অবদান ছিল এই পেসারের। টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। ৮ উইকেট নিয়ে শাদাব খানের পরেই ছিল তার নাম। এছাড়া গতির জন্যও আলাদাভাবে সবার নজরে পড়েন হারিস রউফ।

আরও পড়ুনঃ জোহানেসবার্গে রেকর্ড বদলে দ্বিতীয় টেস্টে হার ভারতীয় দলের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here