নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । আনলক ওয়ানে ধাপে ধাপে অনেক কিছুতেই ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষের মধ্যে মাস্ক মুখে দেওয়ার কোনো বালাই নেই। সামাজিক দূরত্ব মেনে চলার কোনো তাগিদ নেই এলাকার অধিকাংশ মানুষদের মধ্যে। সাধারণ সময়ের মতই হাট-বাজার সবই বসছে এলাকায়।
প্রশাসনও কোন নিয়ন্ত্রণ রাখতে পারছে না বলে অভিযোগ উঠেছে। করোনার সাবধানতা না নিয়ে স্বাভাবিক জীবন যাপন করছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর। করোনা ভাইরাস থেকে বাঁচতে কোন সাবধানতাই মানছেন না হরিশ্চন্দ্রপুরবাসী। ব্যাংক, পোস্ট অফিস প্রভৃতি সরকারি অফিসগুলোতে মানুষেরা ভিড় করে দাঁড়াচ্ছেন। লকডাউনের সময়ের মত আর সোশ্যাল সামাজিক দূরত্বের কোন পরোয়া নেই মানুষদের মধ্যে।
আরও পড়ুনঃ কোচবিহারে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত ২ জন
ভিন রাজ্য থেকে কাজ করে আসা শ্রমিকরা এলাকায় যথেচ্ছ ভাবে ঘুরে বেড়াচ্ছেন। বাইরের শ্রমিকদের চিনতেও পারা যাচ্ছে না। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুরের বিএমওএইচ অমলকৃষ্ণ মন্ডল জানান, সচেতনতা, সাবধানতা ছাড়া করোনা ভাইরাস আটকানোর কোন ওষুধ নেই। সামাজিক দূরত্ব বজায় রাখা ও মুখে অবশ্যই মাস্ক পরা একমাত্র কর্তব্য হওয়া উচিত এখন। আমাদের সামনে খুব খারাপ সময় আসছে। এখন থেকেই সাবধান হতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584