হরিশচন্দ্রপুরে সেতু ধসে ব্যাহত যোগাযোগ

0
27

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহের হরিশচন্দ্রপুরের তুলসিহাটা এলাকায় ধসে পড়ল কলাবাড়ি সেতুর একাংশ। ফলে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার লাইফলাইন বলে পরিচিত ওই রাস্তাটি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

man | newsfront.co
বিপর্যস্ত সেতু ৷ নিজস্ব চিত্র

বাসিন্দাদের অভিযোগ, সেতুর বয়স ৪ দশক পেরিয়ে গেছে। ৪ বছর আগে এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পাকা রাস্তা তৈরি হয়েছে, তখন নতুন সেতুর দাবি উঠেছিল। কিন্তু পরিকল্পনায় নেই বলে তখন নতুন সেতু তৈরি করা যায়নি । পরে ২০১৭ সালের বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় সেতুটি। তারপর তা সংস্কারের দাবি উঠেছিল। কিন্তু তখনও সংস্কার করা হয়নি।

আরও পড়ুনঃ লকডাউন উপেক্ষা করে মূর্তি বসানোয় জনতা পুলিশ খণ্ডযুদ্ধ

এবার জীর্ণ ওই সেতুর মাঝখানের কিছু অংশে ধস নামায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। পঞ্চায়েত প্রশাসনের কোন হেলদোল না থাকায় এলাকাজুড়ে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে । সেতুটি কোনও দিন ভেঙে গিয়ে বড় বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। তারা জানান, দুর্ঘটনার আতঙ্ক তো রয়েছেই পাশাপাশি সেতু ভাঙলে লক্ষাধিক বাসিন্দারা শহর থেকে বিচ্ছিন্নও হয়ে পড়বেন। গুরুত্বপূর্ণ এমন একটি সেতু নিয়ে প্রশাসনের উদাসীনতা দেখে অবাক লাগছে।

দ্রুত সেতু সংস্কারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। এ বিষয়ে হরিশচন্দ্রপুর-১ ব্লকের বিডিও অনির্বাণ বসু বলেন, সেতুর প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ টাকা পেলেই নতুন সেতু তৈরি হবে। তবে আপাতত সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদের স্থানীয় সদস্য সন্তোষ চৌধুরী বলেন, ওখানে নতুন সেতুর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here