চাঁচলের কলিগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে সম্প্রীতির উৎসব

0
207

উমার ফারুক,নিউজ ফ্রন্ট,চাঁচল,২১অক্টোবর:

মালদা জেলার চাঁচলের কলিগ্রামে এই বছর মহরম ও দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের ঐতিহ্য এই বাংলার প্রাচীন পরম্পরা।এই রাজ্যের মানুষ সেই উত্তরাধিকার বহন করে এবার নিজ নিজ উৎসব পালন করেছেন।

ফিতে কেটে উদ্বোধন

গতবছর কলিগ্রাম এলাকায় উভয় সম্প্রদায়ের মানুষের উৎসব ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটে তার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই জন্য পুলিশ-প্রশাসন এবার সক্রিয় ভূমিকা পালন করেন।যার জেরে এবার উভয় সম্প্রদায়ের মানুষ এই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ উৎসব পালন করতে পেরেছেন।শুক্রবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ডাঃমোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল কলিগ্রাম এলাকার কালীপূজা মন্ডপে ঘুরে ঘুরে শান্তি সম্প্রীতির বার্তা পৌঁছে দেন।জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি উৎসবের দিনগুলোকে আনন্দের সঙ্গে উপভোগ করার আহ্বান জানান।

এই প্রসঙ্গে ডাঃমোয়াজ্জেম হোসেন বলেন-
এইবছর যেন কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে কলিগ্রামে, তার জন্য আমি দফায় দফায় কলিগ্রামের পুজো কমিটি ও মহরম কমিটির সঙ্গে মিটিং করি।আমরা এর ফলস্বরুপ দেখি কলিগ্রামে দুর্গা পুজো,মহরম,কালিপুজো সব অনুষ্ঠান খুব ভালোভাবে পালন করেন কলিগ্রাম তথা চাঁচলের মানুষ।ডাঃমোয়াজ্জেম সাহেব দুর্গা পুজো এবং কালিপুজোর উৎসবের দিন সশরীরে উপস্থিত থেকে কলিগ্রামের শান্তপ্রিয় মানুষের সঙ্গে আনন্দ উপভোগ করেন।এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই শুক্রবার তিনি বৃষ্টি বাদল উপেক্ষা করেই ঝংকার ক্লাবের পুজো সম্মিলনে যোগদান করেন ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পুজো সম্মিলন অনুষ্ঠানে ডাঃমোয়াজ্জেম বলেন-“আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই সোনার বাংলা কে বিশ্ব বাংলায় পৌঁছে দিতে হবে।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আসুন আমরা সকল অন্ধকার, বিভেদ-বৈষম্য দূর করে আলোর রশ্মি বাংলার ঘরে ঘরে প্রজ্বলিত করি।তবেই এই আলোর উৎসবের সার্থকতা।শিক্ষা সংস্কৃতির জগতে এই কলিগ্রামের একটি সুনাম আছে আশা করি আপনারা সেই ঐতিহ্য বজায় রাখবেন”।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি তাজমল হোসেন, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশারফ হোসেন, কার্যকরী সভাপতি এটিএম রফিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক নেতা আবদুল লাহিল মামুন,সচ্চিদানন্দ চক্রবর্তী,খোকন পান্ডে,দেবব্রত সিং প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here