নিউজফ্রন্ট ওয়েবডেস্কঃ
কার দখলে দিল্লি,লড়াই শেষ।অপেক্ষা ফলাফলের।ফল ঘোষণার বাকি এখনও তিন দিন।তার পূর্বে ফলাফলের আভাস দিতে সংবাদ মাধ্যমের সমীক্ষার ফলাফল এগজিট পোলের মাধ্যমে প্রকাশ হতে শুরু করেছে।যদিও এগজিট পোলের আভাস ফলাফলের সাথে মিলবেই এর কোন নিশ্চয়তা নেই।
২০০৪ সালে এগজিট পোলের সম্পূর্ণ উলটো ফল দেখা গিয়েছিল।সেই সময়ের এগজিট পোলের আভাসে প্রকাশ পেয়েছিল যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় ফিরছে কিন্তু ফলফলে প্রকাশিত হয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট জয়ী হয়ে সরকার গঠন করে।
নির্দিষ্ট কিছু সংখ্যক ভোটারের ওপর করা সমীক্ষা অনুযায়ী এবিপি নিলসন এক্সিট পোল রিপোর্ট জানাচ্ছে উত্তরপ্রদেশে ক্ষমতাচ্যুত হতে পারে বিজেপি।
এবারের নির্বাচনে প্রার্থী তালিকায় রয়েছেন দেশের হেবিওয়েট রাজনীতিবিদরা। প্রার্থীর তালিকায় নরেন্দ্র মোদি,কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী,বিজেপি সভাপতি অমিত শাহ,রাজনাথ সিং, দিগ্বিজয় সিং,শত্রুঘ্ন সিংহ, রবি শংকর প্রসাদ,শশী থারুরের মতো রাজনৈতিক নেতারা।
উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্র গুলি হলো বারাণসী,আমেঠি, গান্ধীনগর,লখনউ।
বাংলায় এবার লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খেতে পারে তৃণমূল। গতবারের নির্বাচনের থেকে ১০টি আসন কম পেতে পারে মমতার দল। এবিপি-নিয়েলসন সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ২৪টি আসন, বিজেপি পেতে পারে ১৬টি আসন, কংগ্রেস পেতে পারে ২টি আসন। বামেরা কোনও খাতা খুলতে পারবে না।
অপরদিকে,বিয়াল্লিশে বিয়াল্লিশের লক্ষ্যপূরণ না হলেও লোকসভা নির্বাচনে বাংলায় জয়ের হাসি হাসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।এমনই মত নিউজ ১৮-আইপিএসওএসের এক্সিট পোলের।বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ২৫ থেকে ২৮টি আসন। বিজেপি পেতে পারে ৩-৭টি আসন। উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে বাংলায় তৃণমূলের দখলে ছিল ৩৪টি আসন, বিজেপি পেয়েছিল সাকুল্যে ২টি আসন।
টাইমস নাও-ভিএমআরের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী গোটা দেশে এনডিএ পেতে পারে ৩০৬টি আসন, ইউপিএ পেতে পারে ১৩২টি আসন।
উত্তরপ্রদেশে ৮০টি কেন্দ্রের মধ্যে ৫৬টি আসন পেতে পারে মহাজোট, বিজেপি পেতে পারে ২২টি, ইউপিএ পেতে পারে ২টি আসন, জানাল এবিপি-নিয়েলসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584