ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
অতিমারি পরিস্থিতিতে করোনা যোদ্ধা অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অসম্মান করেছেন যোগগুরু রামদেব। এলোপ্যাথি প্রসঙ্গে রামদেবের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কয়েকদিন আগে বাবা রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে রামদেব দাবি করেছেন, কোভিড মোকাবিলায় ডিসিজিআই স্বীকৃত করোনার প্রতিষেধক হিসেবে রেমডেসিভির, ফ্যাবিফ্লু সহ বিভিন্ন ওষুধ ব্যর্থ। এই এলোপ্যাথি ওষুধ খেয়েই লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে।
ডিসিজিআই এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞান ও সততা নিয়ে প্রশ্ন তুলেছেন যোগগুরু রামদেব। রামদেবের এই মন্তব্যের জেরে মহামারি আইনে মামলাও দায়ের করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশও পাঠায় আইএমএ।
রামদেবের মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, এলোপ্যাথি চিকিৎসা নিয়ে এই মন্তব্য দেশের হাজার হাজার চিকিৎসককে অসম্মান করছে, যা ‘অনভিপ্রেত ও অনুচিত’। রামদেবের এই মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার উদ্দেশে চিঠিও লিখেছেন তিনি।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে ৮জুন পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করল রাজস্থান সরকার
রামদেবের উদ্দেশ্যে হিন্দিতে লেখা এক চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লেখেন, ‘স্মলপক্স, পোলিও, ইবোলা থেকে টিবি সব রোগই সারিয়ে তুলছে এলোপ্যাথি ওষুধ। করোনার লড়াইয়ে ভ্যাকসিন যা এলোপ্যাথিরই অংশ, যেখানে আশার আলো দেখাচ্ছে সেই পরিস্থিতিতে এই মন্তব্য ভিত্তিহীন।’ তিনি আরও লেখেন, ‘আশা রাখি যে পরিস্থিতি বুঝে আপনার এই মন্তব্য প্রত্যাহার করে নেবেন।’
আরও পড়ুনঃ দলীয় কর্মীদের সুরক্ষা দিতে পারছি না! প্রতিবাদে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন লকেট
চিঠি পাওয়ার পর সেই মন্তব্য প্রত্যাহার করেছেন যোগগুরু রামদেব। পাল্টা চিঠি দিয়ে লিখেছেন, ‘আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। এই মন্তব্যের জেরে যে বিতর্ক তৈরি হয়েছে আর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানসিকতায় যে আঘাত লেগেছিল, তার জন্য ক্ষমাপ্রার্থী।’
আইএমএ’ র অভিযোগ, একদিকে যোগগুরু রামদেব ও তাঁর সহযোগী শ্রী বালকৃষ্ণজি অসুস্থ হলেই এলোপ্যাথি চিকিৎসার সাহায্য নেন। অথচ সাধারণ মানুষকে বিপথে চালিত করার লক্ষ্যে তিনি মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করছেন। রামদেবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা ও মহামারী আইনের ৩ নম্বর ধারায় মামলা দায়ের হওয়া উচিত। তিনি তার বেআইনি ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করতে এলোপ্যাথি ওষুধ না খাওয়ার জন্য মানুষকে প্ররোচিত করে বিপদ ডেকে আনছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584