মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা মোকাবিলায় সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মেয়াদ বাড়বে আরও দুবছর। এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। যতদিন যাচ্ছে সমগ্র বিশ্বে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। মৃতের সংখ্যাও কোনও অংশে কম নয়।
সংক্রমণ রুখতে প্রত্যেকটি মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছে বিভিন্ন দেশের সরকার। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কারণে সংক্রমণ কমে আসায় কোনো কোনো দেশের কর্তৃপক্ষ এ বিষয়ে বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনাও করছে। কিন্তু করোনা সংক্রমণের বিষয়টি এত সহজে মিটবে না।
2 of 5: Coronavirus re-emergence will be a threat until 2024, Harvard study finds https://t.co/RDVuyegsDG
— SCMP News (@SCMPNews) April 16, 2020
২০২৪ পর্যন্ত এই কোভিড-১৯-এর সংক্রমণ অব্যাহত থাকবে বলে জানান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের পাঁচ গবেষক এই গবেষণাটি করেছেন।
Coronavirus study: Why Canada could still be social distancing in 2022, even after it flattens the curve https://t.co/a1Fei71KSQ
— SCMP News (@SCMPNews) April 16, 2020
করোনা সংক্রমণ রুখতে ২০২২ সাল পর্যন্ত দূরত্ব বজায় রাখবে কানাডা। এরপরও যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে এই সামাজিক দূরত্বের সময়সীমা আরও বাড়বে বলে সাফ জানিয়ে দেয় কানাডা সরকার। অতিরিক্ত জনসমাগমের কারণে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সেই কারণেই কানাডা সরকারের এই সিদ্ধান্ত। দূরত্ব বজায় রাখার সময়সীমা বাড়ানোর পর কানাডা কতটা করোনামুক্ত হতে পারবে তা সময় বলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584