নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রায় দু’ মাস ধরে দিল্লি সীমান্তে অবস্থান আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। এর মধ্যে আট বার নিষ্ফলা বৈঠক হয়েছে কেন্দ্র ও কৃষক নেতাদের। সমাধান সূত্র বেরনোর নামগন্ধ নেই। এরই মাঝে হরিয়ানার কারনালে মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের সফর ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি। কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধে ধুন্ধুমার, পরিস্থিতি আয়ত্বে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ।
রবিবার কারনালে কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রের কৃষি আইনের সুফল নিয়ে তাঁদের বোঝানোর কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু এদিন প্রায় একশো জন কৃষক কৈমলা গ্রামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার হেলিপ্যাডের কাছে মিছিল করে আসেন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর ‘কিষাণ মহাপঞ্চায়েত’ কর্মসূচি ঘিরে প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। সাতটি নাকা পয়েন্টে কড়া নিরাপত্তা বেষ্টনীও তৈরি করা হয়। কিন্তু কোনভাবে নিরাপত্তার বেড়াজাল টপকে হেলিপ্যাডে ঢুকে পড়েন কৃষকরা। জলকামান দিয়ে কৃষকদের সরিয়ে দেয় পুলিশ।
Tension prevailed in #Haryana CM #ManoharLalKhattar's home constituency Karnal with the police firing teargas shells & using water cannons to disperse farmers, who had gathered there to oppose the holding of 'Kisan Mahapanchayat' aimed at highlighting the benefits of 3 #farmlaws. pic.twitter.com/50oejaGnJ3
— IANS Tweets (@ians_india) January 10, 2021
আরও পড়ুনঃ চিকেন বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র করছে কৃষকরা- ভিত্তিহীন মন্তব্য বিজেপি বিধায়কের
হেলিকপ্টার অবতরণের জায়গা পরিবর্তন করতে হয় পুলিশ। প্রায় ২ হাজার কৃষকের আসার কথা এই মহাপঞ্চায়েতে। বিজেপি এবং শরিক দল জেজেপির বহু নেতাও এই কর্মসূচিতে অংশ নিতে আসেন। তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। কয়েকদিন আগে আম্বালাতে বিক্ষোভের মুখে পড়ে খাট্টারের কনভয়। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের গাড়িও অবরুদ্ধ হয় কৃষকদের বিক্ষোভে। উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা, কৃষিমন্ত্রী জে পি দালাল, শিক্ষামন্ত্রী কানওয়াল লাল-সহ বহু বিজেপি সাংসদকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে গত কয়েকদিন যাবৎ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584