১ সেপ্টেম্বর হরিয়ানায় পুনরায় খুলছে স্কুলের দরজা

0
78

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

এবার ত্রিপুরার পথে হাঁটল হরিয়ানা। ১ সেপ্টেম্বর হরিয়ানায় পুনরায় খুলছে স্কুলের দরজা। বুধবার এমনটাই জানালো হরিয়ানা সরকার। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল, কলেজ। এবার করোনা প্রভাব কিছুটা কমতে করোনাবিধি মেনে স্কুল খোলার কথা ঘোষণা করলেন হরিয়ানার শিক্ষামন্ত্রী কানওয়ার পাল। তবে পুনরায় স্কুল খোলার পর শুধুমাত্র চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পঠনপাঠন চালু হবে।

HS students
সৌজন্যেঃ ইন্ডিয়া টিভি

করোনার পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলের দরজা। এতদিন অনলাইনেই পঠনপাঠন চলছিল। ঘরে বসে অনলাইনে ক্লাস করতেই অভ্যস্থ হয়ে পড়েছিল পড়ুয়ারা। এবার আবার করোনা পূর্বের জীবনে ফিরে যেতে হবে পড়ুয়াদের। ১ সেপ্টেম্বর থেকে সমস্তরকম করোনা বিধিনিষেধ মেনে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পঠনপাঠন শুরু হবে হরিয়ানার স্কুলগুলিতে।

আরও পড়ুনঃ ত্রিপুরায় আজ থেকে শুরু স্কুল কলেজ, মেনে চলতে হবে করোনা বিধি

প্রসঙ্গত, করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের পর ধীরে ধীরে সব রাজ্যই স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত জানাতে শুরু করেছে। এর মাঝেই আজ, বুধবার থেকে ত্রিপুরায় খুলে গেল স্কুল ও কলেজগুলি। তবে মেনে চলতে হবে যাবতীয় করোনা বিধি। ইতিমধ্যেই কয়েকটি রাজ্য স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। তাই এবার আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের আগে সব রাজ্যের স্কুল শিক্ষক-শিক্ষিকাদের জরুরী ভিত্তিতে টিকাকরণের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here