‘দিদি’ দিল্লির পথে, সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং #AbkiBaarDidiSarkar আর #BengalModel

0
52

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

সোমবার দুপুরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাজধানীর পথে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গত ২১ জুলাই বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধী জোটের বার্তা দিয়েছেন বিজেপি বিরোধী দলগুলোকে। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গেল দুটি হ্যাশট্যাগ, #AbkiBaarDidiSarkar এবং #BengalModel ; তৃণমূল নেতৃত্বের তরফে টুইটারে হ্যাশট্যাগ দুটি ছড়িয়ে পড়ার কিছুক্ষনের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

AAB KI DIDI SARKAR
ছবি: টুইটার

উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা ভোটের আগে বিজেপির স্লোগান ছিল, “বহত হুই জনতা পর পেট্রল-ডিজেলকে মার, আব কি বার মোদি সরকার।” এবারে সেই স্লোগানকে কটাক্ষ করে জোড়াফুল শিবিরের নতুন পোস্টারে এল নতুন স্লোগান–“আব কি বার দিদি সরকার।”

সাথে লেখা নেহি চাহিয়ে ফেকু সরকার।#AbkiBaarDidiSarkar এবং #BengalModel হ্যাশট্যাগের সঙ্গে ভাইরাল হয়েছে পোস্টারটি। ২১ জুলাই শহিদ স্মরণের মঞ্চ থেকে বিজেপির গুজরাট মডেলের পালটা হিসেবে বাংলা মডেলকে তুলে ধরেছিলেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুনঃ জাতীয় রাজনীতিতে তৃণমূলের সঙ্গে জোটে রাজি সিপিএম! ইঙ্গিত বিমান বসুর

বাংলার বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই জাতীয়স্তরের রাজনীতিতে অংশগ্রহণ করার ব্লুপ্রিন্ট তৈরি তৃণমূলের। তবে কি ২০২৪-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিরোধী প্রধানমন্ত্রীর মুখ কি বাংলার মুখ্যমন্ত্রীই হতে চলেছেন? এ প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে জাতীয় রাজনীতির আনাচে-কানাচে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here