খেলাঘরঃ-অধিনায়ক লিওনেল মেসির দুরন্ত হ্যাটট্রিকে হাইতির বিপক্ষে বড় জয় পেল সাদা-নীল জার্সিধারী আর্জেন্টিনা। বুয়েনার্স এয়ার্সে প্রীতি ম্যাচে হাইতিকে ৪-০ গোলে হারাল আর্জেন্টিনা।
মেসির হ্যাটট্রিকের পাশাপাশি গোলের দেখা পেয়েছেন সার্জিও আগুয়েরোও, এই গোলেও শেষ সাহায্য ছিল মেসির।
রাশিয়া বিশ্বকাপের প্লেন ধরার আগে এমন জয় আরও আত্মবিশ্বাসী করে তুলবে খাদের কিনারা থেকে চূড়ান্ত পর্বে ওঠার পর স্পেনের বিপক্ষে ৬-১ গোলে ধরাশায়ী হওয়া আর্জেন্টাইনদের।
মেসি প্রথম গোলটি করেন ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে। আর তার দ্বিতীয় ও তৃতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৫৮ ও ৬৬তম মিনিটে। মেসির বাড়িয়ে দেওয়া ক্রস থেকে ৬৯ মিনিটে হাইতিয়ানদের জালে শেষবার বল জড়ান আগুয়েরো।
হ্যাটট্রিকের সুবাদে আর্জেন্টাইনদের হয়ে ১২৪ ম্যাচে সর্বোচ্চ ৬৪ গোলের রেকর্ড গড়লেন পাঁচবারের ব্যালন ডি’আর-জয়ী।
(ছবি-টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584