শ্যামল রায়,নবদ্বীপঃ
বৃহস্পতিবার নবদ্বীপ ধাম রেলস্টেশন সংলগ্ন চত্বরে ইস্টার্ন রেলওয়ে ব্যান্ডেল কাটোয়া শাখা সংগ্রামী হকার্স ইউনিয়নের উদ্যোগে রেল প্রশাসনের বহুমুখী আক্রমণের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা করলো হকাররা।
উপস্থিত ছিলেন ইউনিয়নের সম্পাদক আনন্দ কুন্ডু গণেশ দেবনাথ সন্তোষ কংস বণিক পরীক্ষিত পাল, দেবাশিস সিংহ তপন ভট্টাচার্য।
সম্পাদক আনন্দ কুন্ডু উপস্থিত নেতারা বক্তব্য রাখতে গিয়ে বলেন যে দিনের পর দিন রেল প্রশাসনের বহুমুখী আক্রমণের ফলে জীবন জীবিকা থেকে অনেক হকার বন্ধুরা সরে আসছেন।
বহুমুখী আক্রমণ আনছে রেলের পুলিশ ও প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
উপস্থিত নেতারা বলেন যে দীর্ঘকাল ধরে যে সমস্ত রেল হকাররা প্যাসেঞ্জারের সহযোগিতায় হকারি করে জীবিকা নির্ভর করে আসছিলেন আজ রেল প্রশাসনের বহুমুখী আক্রমণের শিকার হতে হচ্ছে তবে তাদেরকে। রেলকে বেসরকারিকরণের কেন্দ্রীয় সরকারি চক্রান্তের সঙ্গে সংযুক্ত অপকর্ম যার ফলে আজ হকাররা তাদের জীবন জীবিকা থেকে উচ্ছেদের পথে।
আরো অভিযোগ যে যাত্রী সুরক্ষার নামে যাত্রী পরিষেবার নামে রেলপথকে বড় বড় পুঁজিপতি ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে এই ধরনের অভিসন্ধি চরিতার্থ করতে রেলের প্রশাসনিক আধিকারিকরা উঠে পড়ে লেগেছেন।
আরো অভিযোগ যে রেল পুলিশ আইনের নামে বিভিন্ন ধরনের অসৎ পথ অবলম্বন করে রেল পরিষেবার ব্যাঘাত ঘটাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন হকার্স ইউনিয়নের নেতারা।
অভিযোগ যে যাত্রী পরিষেবা যাত্রী নিরাপত্তা আজ প্রতিটা মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়েছে। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র করে রেলকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত শুরু করেছে তার বিরুদ্ধে সরব হওয়ার আবেদন করেছেন ইউনিয়নের নেতারা।
আরো অভিযোগ যে রেল পুলিশ বিভিন্ন অনৈতিক মূলক কাজকে মদত দেওয়ার ফলে রেলস্টেশন ও চত্বরে বাড়ছে অসামাজিক কার্যকলাপ। এইসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দেয়া হয়েছে হকার্স ইউনিয়নের তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584