লকডাউনে ছেলের বিয়েতে কুমারাস্বামীর পাশে স্বয়ং মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

0
160

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামীর ছেলের বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী দিয়েছিলেন কড়া হুঁশিয়ারি-নিয়ম ভঙ্গ করলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে পাশে পেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ভিএস ইয়েদুরাপ্পাকে।

ছবি সংগৃহীত

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামীর ছেলে তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি নিখিলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক কংগ্রেস নেতা এম কৃষ্ণাপ্পার ভাইজি রেবতীর। তাদের বাগদান পর্ব আগে হয়ে গেলেও, বিয়ে হয় শুক্রবার। ব্যাঙ্গালোর থেকে ২৮ কিলোমিটার দূরে এক খামারবাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
কুমারাস্বামী ঘোষণা করেছিলেন সামাজিক দূরত্ব বজায় রাখতে রেড জোন বেঙ্গালুরু থেকে ২৮ কিলোমিটার দূরে খামারবাড়িতে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান সম্পন্ন হবে। সব জল্পনার অবসান ঘটিয়ে সেই অনুষ্ঠানে শেষ পর্যন্ত হাজির হন স্বয়ং মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।

সংবাদ সংস্থা পিটিআইকে ইয়েদুরাপ্পা জানান যে  বিতর্কের  কোনো অবকাশ নেই। সমস্ত নিয়ম মেনেই বিয়ে সম্পন্ন হয়েছে। তিনিও নবদম্পতিকে আশীর্বাদও করেছেন বলে জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here