নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন কর্ণাটকের ছাত্র নবীন শেখরাপ্পা জ্ঞানগৌধর। সেদেশে যুদ্ধের বলি হতে হল তাঁকে। ছেলের মৃত্যুতে দেশের শিক্ষা ব্যবস্থায় আর্থিক বেনিয়ম নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিলেন নবীনের বাবা।
নবীনের বাবা জানান, PUC-তে ৯৭ শতাংশ নম্বর পাওয়া সত্বেও নিজের রাজ্যে কোন মেডিক্যাল আসন পাননি তিনি। কারণ ডাক্তারির আসনের জন্য দিতে হয় কয়েক কোটি টাকা ডোনেশন। তার থেকে অনেক কম টাকা খরচ করে বিদেশে ডাক্তারি পড়া যায়। পাশাপাশি পড়াশোনার পরিকাঠামো অনেক বেশি উন্নত।
নবীনের বাবা জানিয়েছেন যে, মৃত্যুর মাত্র দু’দিন আগেই ভিডিয়ো কলে নবীনের সঙ্গে কথা হয়েছিল তাঁর। ছেলের কাছ থেকেই জেনেছিলেন ১৫/২০ জন তার মধ্যে দেশে ফিরতে পেরেছে। নবীনকে তিনি জানিয়েছিলেন যে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে তিনি কথা বলেছেন এবং মন্ত্রীও আশ্বাস দিয়েছেন দ্রুত তাকে ফিরিয়ে আনা হবে। কিন্তু তা শুধুই আশ্বাস হয়েই থেকে গেল।
আরও পড়ুনঃ “ভারত সরকার কি তাদের মৃতদেহ দেশে ফেরাতে চান?” মোদী সরকারকে প্রশ্ন ইউক্রেনের ভারতীয় পড়ুয়াদের
তিনি আরো জানিয়েছেন বিদেশ মন্ত্রক নবীনের দেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে কিন্তু, আদৌ ছেলের দেহ পাওয়া যাবে কিনা সেই বিষয়ে নিশ্চিত নন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584