বিজেপিতে ছিলেন-আছেন-থাকবেন, জল্পনা উড়িয়ে জানালেন মুকুল

0
85

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বেশ কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে মুকুল রায়ের দূরত্ব নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তাঁর মতানৈক্য, যুব মোর্চার সভাপতি পদে তাঁর ছেলেকে না বসানো, যাবতীয় বিষয় নিয়ে তিনি অসন্তুষ্ট, এমনই সব খবর ঘুরছিল বাজারে। কিন্তু অবশেষে সমস্ত জল্পনা উড়িয়ে রবিবার মুকুল রায় জানিয়ে দিলেন, তিনি বিজেপিতে ছিলেন, আছেন ও থাকবেন।

Mukul roy | newsfront.co
ফাইল চিত্র

বললেন, “আমার সঙ্গে বিজেপির কারও কোনও বিরোধ নেই। দলের কোনও সংঘাত নেই। আমাকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার চলছে। কারা এটা করছে তদন্ত হোক।” এদিন তিনি আরও বলেছেন যে, “বিজেপিতে যোগ দিয়ে আমি একশো শতাংশ সন্তুষ্ট। আমার কাছে দলের সংগঠনই বড় কথা। আমি দলের সংগঠনটাই করব। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আগে যেমন যোগাযোগ ও সম্পর্ক ছিল, সেরকমই আছে।”

এমনও শোনা যাচ্ছিল, তিনি কেন্দ্রীয় মন্ত্রীত্ব চেয়েছিলেন, যা নাকি তাঁকে কথা দিয়েও খেলাপ করে হাইকম্যান্ড। সেই প্রসঙ্গে তিনি বলেন, “মন্ত্রী তো অনেকেই অনেক সময় হয়। আমি সংগঠন ভালবাসি। সংগঠনের কাজেই আমি খুশি। আমাকে বিজেপি পার্টি, মোদী, শাহ, কৈলাশজি অনেক সম্মান দিয়েছেন।”

আরও পড়ুনঃ বাড়ি থেকে উধাও মোদী-শাহ-র ছবি! মুকুলকে ঘিরে জল্পনা

তিনি আরও বলেন, “ বিজেপি আমাকে পঞ্চায়েত ভোটের দায়িত্ব দিয়েছিল। কলকাতায় এসে অমিত শাহ নিজে মুখে আমাকে বলে গিয়েছিলেন জয়ের অন্যতম কান্ডারী। তাছাড়া সর্ব বৃহৎ রাজনৈতিক দলের আমি জাতীয় কর্মসমিতির সদস্য। আমার খারাপ লাগছে এবং আমায় আঘাত দিয়েছে কিছুদিন ধরে কিছু সংবাদ মাধ্যম, যেসব সংবাদ আমায় নিয়ে পরিবেশন করেছে।

আরও পড়ুনঃ ঋতব্রত-ছত্রধরের সঙ্গে সাধারণ সম্পাদক পদে শুভেন্দু ! ক্ষোভ দলের অন্দরেই

কেউ বলেছে মুকুল রায় দল ছাড়ছে। কেউ বলেছে মুকুল রায়ের সঙ্গে বিজেপির দূরত্ব বেড়ে গিয়েছে। আসলে করোনা পরিস্থিতির কারণে আমি নিজের বিধানসভা কেন্দ্রে ছিলাম। রাজনৈতিক পরিধিটা বাড়াতে পারিনি। কিন্তু মোদি, কৈলাসজির নির্দেশ মেনে রাজনীতির আঙিনা থেকে সরিনি।”

সম্প্রতি দিল্লির বৈঠক ছেড়ে মুকুল রায় কলকাতা চলে আসেন। এই বিষয়টিও কারোর নজর এড়ায়নি। তাই এই নিয়েও জল্পনা শুরু হয়েছিল। এই ঘটনা প্রসঙ্গে মুকুল রায় বলেছেন, “কাল আমার চোখে ইঞ্জেকশন দেওয়া হবে। আর দিল্লির মিটিংয়ে রাজ্য নেতৃত্ব আছে। আমার থাকার দরকার নেই। গুরুত্বপূর্ণ সভা হলে আবার থাকব। আমাকে বলাই হয়েছিল ২২ তারিখ আসুন। দু-একদিন থেকে যাবেন। কাজ থাকলে মিটিংয়ে অনেকে নাও থাকতে পারেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here