নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে অনলাইন ক্লাসের মাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বেলপাহাড়ি ব্লকের বামুনডিহা হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে শনিবার ঝাড়গ্রাম আদালতে হাজির করল পুলিশ।
প্রধানশিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে পুলিশ।শনিবার ঝাড়গ্রাম সিজিএম আদালতে তোলা হলে সিজিএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সমরজিৎ রায় প্রধানশিক্ষকের জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুনঃ দেবী দুর্গাকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে বহরমপুরে মোমবাতি মিছিল তৃণমূলের
শুক্রবার প্রায় এগারো মাস পর স্কুল খুলতেই প্রধানশিক্ষক স্কুলে গেলে প্রধান শিক্ষকসহ স্কুলের ১৮ জন শিক্ষক-শিক্ষিকাকে ঘেরাও করে গ্রামবাসীরা। তাঁদের ঘিরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রায় ৮ ঘন্টা তুমুল বিক্ষোভ দেখানো হয়।
খবর পেয়ে বেলপাহাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে বেলপাহাড়ি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584